Skip to main content

নাফাখুম জলপ্রপাত

অনি তুমি কি শুনাইলা?
নাহ কথাটা বিশ্বাস হচ্ছে না, নিজের
চোখে না দেখলে কিভাবে বিশ্বাস
হবে বল?
বৃষ্টির স্মৃতি মনে পড়ে বার বার অনি
আমাকে নাফাখুমের কথা স্মরণ
করেছে। আসলেই বিশ্বাস হবে
কিভাবে?
নাফাখুম থেকে রেমাক্রি আসার পথে
সেই লেভেলের বৃষ্টি, যেই সেই বৃষ্টি
না, বৃষ্টির ফোটাগুলো যেন সুইয়ের
খোঁচা মনে হচ্ছে। গায়ে পড়ার সাথে
সাথে মনে হচ্ছে কেউ সুইয়ের খোঁচা
দিচ্ছে। বৃষ্টি শুরু হবার সাথে সাথে
পাহাড়ীদের মাঝে দৌড় ঝাপ শুরু হয়ে
যায়, জেনে রাখা ভালো বৃষ্টির
পানিতে পাহাড়ী ঢল যেভাবে
নামবে সেটা নিজের চোখে না
দেখলে বিশ্বাস হবে না। চোখের
সামনে যখন দেখবেন পাহাড়ী উপড়ে
পড়া গাছ পাক খেতে খেতে ঘূর্নি
আকারে আপনার সামনে আসছে কি
মনে হয়? এক মিনিট চোখ বন্ধ করে ভাবুন
তো? আর সময়টা হল এপ্রিলের শেষের
দিকে ২০১১ সালে। ভরা বর্ষা।
নাফাখুম নিয়ে জানার ইচ্ছে?
নাফাখুম জলপ্রপাত (বাংলাদেশের
নায়াগ্রা) নামকরণ কেন?
বান্দরবান জেলার থানচি উপজেলার
রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর
উজানে একটি মারমা বসতী। মারমা
ভাষায় ‘খুম’ মানে হচ্ছে জলপ্রপাত।
রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ
পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই
জলপ্রপাতে, যার নাম ‘নাফাখুম’।
রেমাক্রি খালের পানি প্রবাহ এই
নাফাখুম, নাফাখুমে এসে বাঁক খেয়ে
নেমে গেছে প্রায় ২৫-৩০ ফুট, প্রকৃতির
খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এক
জলপ্রপাত! সূর্যের আলোয় যেখানে
নিত্য খেলা করে বর্ণিল রংধনু! ভরা
বর্ষায় রেমাক্রি খালের জলপ্রবাহ
নিতান্ত কম নয়। প্রায় যেন উজানের
সাঙ্গু নদীর মতই।
পানি প্রবাহের ভলিউমের দিক থেকে
নাফাখুম-ই বাংলাদেশের সবচেয়ে বড়
জলপ্রপাত।

Nafa-khum ( Bengali: নাফাখুম ) is a waterfall in
Bangladesh on the Sangu River. It is among the
largest waterfalls in the country by volume of
water falling. The wild hilly river Sangu suddenly
falls down here about 25–30 feet.
The falls are located in a remote area three
hours’ walking distance from Remakri, Thanchi
Upazila, Bandarban District. Remakri is located
three hours by boat on the Sangu River from
Tindu, which is itself three hours by boat from
Thanchi. Nafa-khum is not very popular as a
tourist destination.
Travelers should reach to Bandarban first, if they
are interested to have a tour to this Nafakhum
waterfall. There are many bus services to travel
to Bandarban from Dhaka City. It will cost around
450/= Taka for a Non-Ac bus.
The word “Khum” in Marma language means
“Waterfall”. A special type of flying fish, whose
local name is nating, is found at the bottom in a
small cave as they swim against the stream but
cannot jump over the height of the fall.

নাফাখুমের পড়ন্ত জলের ধারার নীচে
গিয়ে বসার সুযোগ রয়েছে। আমার-
আপনার জন্য বিষয়টা বেশ রিস্কি হলেও
পাহাড়ীরা জলপ্রপাতের পিছনে বসে
অনায়াসে মাছ শিকার করে। এক ধরনের
উড়ুক্কু মাছ (স্থানীয় ভাষায় মাছটির
নাম নাতিং মাছ) উজান ঠেলে এসে
নাফাখুমে বাধাপ্রাপ্ত হয়, লাফ দিয়ে
এই প্রপাত-টা আর ক্রস করতে পারেনা,
গিয়ে পড়ে জলপ্রপাতের ভিতরে
ছোট্ট একটা গুহায়। অনায়াসে সেখান
থেকে মাছ সংগ্রহ করে স্থানীয়
পাহাড়ীরা।
যেই দেশে এত এত “খুম” আছে, তা কয়জনই
বা জানে? মুসা ইব্রাহিম নাফাখুম
গিয়ে জানান দিয়েছে এমন একটা
যায়গা আছে যে পাহাড়ের মাঝে
ঝরণার পানি জমে যেটাকে খুম বলে
এলাকাবাসী। এর পর থেকে প্রথম আলো
প্রথম একটা বর্ননা দেখেই বিডি
রেঞ্জারসের ওয়াইল্ড ট্যুর এর
পরিকল্পনা।

Comments

Popular posts from this blog

Michelangelo biography

Michelangelo Buonarroti was an Italian artist, poet, and sculptor who is widely considered to be one of the greatest artists of all time. Born on March 6, 1475, in Caprese, Italy, Michelangelo showed an early aptitude for art, and by the age of 13, he had become an apprentice to the painter Domenico Ghirlandaio. Over the course of his long and storied career, Michelangelo produced some of the most iconic and influential works of art in human history. Early Life and Education Michelangelo was born into a family of modest means in the small village of Caprese, Tuscany. His father, Ludovico Buonarroti, was a government official and member of the Florentine Buonarroti family. Michelangelo's mother, Francesca di Neri del Miniato di Siena, died when he was only six years old. After his mother's death, Michelangelo was sent to live with a stonecutter's family in Settignano, where he learned the art of sculpture. At the age of 13, he began an apprenticeship with the painter Domenic...

তিউনিশিয়া

ঐতিহাসিক পটভূমিঃ তিউনিশিয়া পূর্বে পর্যায়ক্রমে ফিনিশীয়, কার্থেজীয়, রোমান, বাইজান্টাইন, আরব, স্পেন এবং তুর্কিরা শাসন করে। খ্রিষ্টপূর্ব ১২ শতকে ফিনিশীয়রা উত্তর আফ্রিক...

অল্প টাকায় করুন লাভ জনক ব্যবসা ৫ম পর্ব

আমদের দেশের সব চেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব,  আর এই বেকারত্ব এর দিক দিয়ে এগিয়ে আছে শিক্ষিত সমাজ। যারা অশিক্ষিত  তারা বিভিন্ন ছোট খাটো কাজ করে ঠিকি দিন পার করছে, তাই বলা যায় শিক্ষিত লোকি বেশি বেকার। তাই আমি কিছু অল্প টাকায় সম্মান জনক ব্যবসার আইডিয়া শেয়ার করলাম। অপ্ল টাকায় ইচ্ছে করলেই অনেক ব্যবসা করা যায়। তাহলে বসে না থেকে চলেন ব্যবসা করি। মোবাইলের চার্জার: আপনি অল্প টাকায় শুরু করতে পারেন মোবাইলের চার্জার এর ব্যবসা। আপনার এলাকায় যে মোবাইলের দোকান গুলো আছেএ, তাদের সাথে আলাপ করে তাদেরকে মোবাইল এর চার্জার সাপ্লাই দিতে পারেন। তার পর আস্তে আস্তে আপনার ইউনিয়নের মার্কেট দরতে পারেন। তার পর ফুল জেলা দরতে পারেন, আশা করি আপনার চাকুরির চেয়ে বেশি টাকা কামাতে পারবেন। মনে করেন- একটি মোবাইলের চার্জার কিনলেন ৫৫ টাকায়। আর বিক্রি করলেন ৬৫ টাকায়। তাহলে লাভ হচ্ছে ১০ টাকা। প্রতি দোকানিকে দিলেন ২০ পিস করে চার্জার, তাহলে ২০ দোকানিকে মাসে কমপক্ষে দিলেন ৪০০ চার্জার, তাহলে লাভ৪০০ গুন ১০ সমান ৪০০০ টাকা। ইয়ার ফোন : মোবাইলের ইয়ার ফোন কিনতে পারেন, ৫০-৫৫ টাকায়, তা বিক্রি করলেন ৬৫-৭০ টাকা...