Skip to main content

Posts

Showing posts with the label History

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

দুখু মিয়া বা তারাখ্যাপা'র গল্প বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি মৃত্যুবরণ করেছিলেন ১৯৭৬ সালের ২৭ আগস্ট, বাংলা ভাদ্র মাসের ১২ তারিখে। আমরা অবশ্য ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী-ই তাঁর মৃত্যুবার্ষিকী পালন করি। সেদিন তো তাকে নিয়ে অনেক অনুষ্ঠানই হবে। হতেই হবে, তিনি যে আমাদের জাতীয় কবি! তার আগে তার সম্পর্কেও তো বেশ করে জেনে রাখা চাই নাকি? চলেন তাহলে আজকে আমরা তাঁর সম্পর্কে খুব করে খোঁজ খবর নিয়ে আসি। জাত ীয় কবির জন্ম কবে হয়েছিলো সে তো সবাই-ই জানেন; ২৫শে মে ১৮৯৯ (বাংলা ১১ জৈষ্ঠ্য ১৩০৬)। সেদিন কি বার ছিলো সেটা কি জানেন? মঙ্গলবার। তিনি জন্মেছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে। তাঁর বাবা কাজী ফকির আহমদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। আর তাঁর মায়ের নাম ছিলো জাহেদা খাতুন। তারা কিন্তু আমাদের জাতীয় কবির বাবা-মা, তাদের নামগুলো ঠিক ঠিক মনে রেখো কিন্তু। ছোটোবেলায় আমাদের এই বিদ্রোহী কবির কিন্তু বেশ কয়েকটা সুন্দর সুন্দর ডাকনামও ছিলো। তার দু’টো আপনাদের শোনাই, ‘দুখু মিয়া’ ছিলো একটি নাম আর আরেকটি নাম ছিলো- তারাখ্যাপা! কিন্তু বাবা-মা কি ...

বাংলাদের রাষ্ট্রপতিগন

  বাংলাদের প্রথম রাষ্ট্রপতির নাম কি? কেউ বলবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। , আবার কেউ হয়তো বলবেন সৈয়দ নজরুল ইসলাম। এই দুই দলের বক্তব্যই সঠিক। তাহলে প্রশ্ন আছে একই সময় একই সাথে ভিন্ন দুইজন ব্যাক্তি কি করে প্রথম রাষ্ট্রপতি হয়? আসলে মূল বিষয়টি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি হিসেবে প্রথম শপত নেন। যদিও প্রথম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচন করা হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর র হমান ততকালিন পাকিস্থানে কারাবন্দি থাকার দরুন সৈয়দ নজরুল ইসলাম অস্থিয়ী রাষ্ট্রপতি হিসেবে শপত নেন। এবার বিচার করার দায়িত্ব পাঠকের, কে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি? আমি এখানে বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের নাম, তাদের মেয়াদকাল এবং কোন দল থেকে সমর্থীত হয়ে রাষ্ট্রপতি হয়েছেন তার একটা তালিকা তৈরি করেছি। আর হে, সেই সাথে সকল রাষ্ট্রপতিদের ছবিও জুড়ে দিচ্ছি। ১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়কাল : ১১ই এপ্রিল ১৯৭১ইং হতে ১২ই জানুয়ারী ১৯৭২ ইং পর্যন্ত। আওয়ামী লীগ। ২। সৈয়দ নজরুল ইসলাম। (অস্থায়ী) সময়কাল: ১১ই এপ্রিল ১৯৭১ইং হতে ১০ই জানুয়ারী ১৯৭২ ইং পর্যন্ত। আওয়ামী লীগ। ৩। বিচারপতি : আব...

History of Nepal

  নেপাল नेपाल নেপাল নীতিবাক্য जननी जन्मभूमिष्च स्वर्गादपि गरीयसी ( সংস্কৃত ) "মা এবং মাতৃভূমি স্বর্গ থেকেও অধিক প্রিয়" জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয় গান রাজধানী কাঠমান্ডু 27°42′N 85°19′E বৃহত্তম শহর রাজধানী রাষ্ট্রীয় ভাষাসমূহ নেপালী সরকার ফেডারেল প্রজাতন্ত্র - রাষ্ট্রপতি রাম বরণ যাদব - প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল (প্রচন্ড) একীভূতকরণ ডিসেম্বর ২১ ১৭৬৮ আয়তন - মোট ১৪৭,১৮১ বর্গকিমি ( ৯৩তম) ৫৬,৮২৭ বর্গমাইল - জলভাগ (%) ২.৮ জনসংখ্যা - জুলাই ২০০৫ আনুমানিক ২৭,১৩৩,০০০ (৪০তম) - ২০০২ আদমশুমারি ২৩,১৫১,৪২৩ - ঘনত্ব ১৮৪ /বর্গকিমি ( ৫৬তম) ৪৭৭ /বর্গমাইল জিডিপি (পিপিপি ) ২০০৫ আনুমানিক - মোট $৩৯.১৪ বিলিয়ন ( ৮৭তম) - মাথাপিছু $১,৬৭৫ (১৫৩তম) জিনি (২০০৩-০৪) ৪৭.২ (উচ্চ) এইচডিআই (২০০৩) ০.৫২৬ (মধ্যম) (১৩৬তম) মুদ্রা রুপি ( এনআরএস.) সময় স্থান এনপিটি ( ইউটিসি +৫:৪৫) - গ্রীষ্মকালীন ( ডিএসটি ) পর্যবেক্ষণ করা হয়নি ( ইউটিসি +৫:৪৫) ইন্টারনেট টিএলডি .এনপি কলিং কোড ৯৭৭ ১ রাজার রাষ্ট্রীয় প্রধান হিসেবে যে ক্ষমতা ছিল তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। ২০০৭-রর নভেম্বরে সাংবিধা...