সবাই
কেমন আছেন ? আজকে আমি যেই টিউন করবো এটা আমার 50 তম টিউন ! তাই চাইতেছি
নতুন একটা সফটওয়্যার উপহার দেওয়ার জন্য ! আপনি আপনার ফোনের যেই আপশন
সিলেক্ট করবেন, সাথে সাথে এটা বলে দিবে ! তাই আমি চোখ বন্ধ করেই মোবাইল
টিপতে পারি ! এমনি চোখ বন্ধ করে বুঝতে পারি আমার ফোনে কত টাকা আছে ! কারন
টাকা দেখার সাথে সাথে আপনার ফোন বলে দিবে কত টাকা আছে ! নাম্বার চাববেন তাও
বলে দিবে ! কোন প্রোগ্রামে যাবেন তাও বলে দিবে ! মোট কথা আপনি যা যা করবেন
আপনার ফোন সব বলে দিবে ! তবে কিছু কিছু ফোনের ক্ষেত্রে সব নাও বলতে পারে !
এই সব কাজ যেই সফটওয়্যার করবে এর নাম Mobile speak ! প্রথমে
এখান থেকে
সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন! তাহলে দুইটা সফটওয়্যার পাবেন !
দুইটাই ইন্সস্টল দিন ! ইন্সস্টল হয়ে গেলেই দেখবেন আপনার ফোন কথা বলতে শুরু
করেছে ! যদি না বলে তাহলে ফোন রির্স্টাট দিন ! তাহলেই দেখবেন আপনার ফোন
কথা বলবে ! কিন্তু সমস্যা হল সফটওয়্যারটি ট্রায়াল ভার্সনের ! ফুল ভার্শন
করতে গেলে নিচের নিয়ম লক্ষ্য করুন :
মেনুতে গিয়ে দেখুন ওখানে Mobile speak নামের একটা ফোল্ডার তৈরী হয়েছে !
এটি ওপেন করুন ! তাহলে চিত্রের মত আসবে !
Configure সিলেক্ট করুন ! তাহলে চিত্রের মত আসবে !
এবার অপশন থেকে Register now সিলেক্ট করে Mobile speak সিলেক্ট করুন !
এবার Fonix uk TTS সিলেক্ট করে 000000000000 দিয়ে Register করুন !
Register হয়ে গেলে আবার অপশন থেকে Register now এ সিলেক্ট করে Mobile
speak এ সিলেক্ট করে Nokia TTS এ সিলেক্ট করে ওই একই সিরিয়াল নাম্বার দিয়ে
Ok করুন ! আবার অপশন থেকে Mobile magnifier সিলেক্ট করে ওই একৈ সিরিয়াল
নাম্বার দিন ! কাজ শেষ ! হয়ে গেল ফুল ভার্সন ! এই সফটওয়্যারটি অফ করতে
চাইলে Stop Mobile speak এ
আর পুনরায় অন করতে চাইলে Start Mobile speak এ সিলেক্ট করুন !
কেউ যদি ফোনে মেনু ভিউ জুম করতে চান তাহলে Start mobile magnifier এ
আর বন্ধ করতে চাইলে stop mobile magnifier এ সিলেক্ট করুন !
Comments
Post a Comment