Skip to main content

Mobile Aid

এবার আপনার S60V3 কথা বলবে !

সবাই কেমন আছেন ? আজকে আমি যেই টিউন করবো এটা আমার 50 তম টিউন ! তাই চাইতেছি নতুন একটা সফটওয়্যার উপহার দেওয়ার জন্য ! আপনি আপনার ফোনের যেই আপশন সিলেক্ট করবেন, সাথে সাথে এটা বলে দিবে ! তাই আমি চোখ বন্ধ করেই মোবাইল টিপতে পারি ! এমনি চোখ বন্ধ করে বুঝতে পারি আমার ফোনে কত টাকা আছে ! কারন টাকা দেখার সাথে সাথে আপনার ফোন বলে দিবে কত টাকা আছে ! নাম্বার চাববেন তাও বলে দিবে ! কোন প্রোগ্রামে যাবেন তাও বলে দিবে ! মোট কথা আপনি যা যা করবেন আপনার ফোন সব বলে দিবে ! তবে কিছু কিছু ফোনের ক্ষেত্রে সব নাও বলতে পারে ! এই সব কাজ যেই সফটওয়্যার করবে এর নাম Mobile speak ! প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন! তাহলে দুইটা সফটওয়্যার পাবেন ! দুইটাই ইন্সস্টল দিন ! ইন্সস্টল হয়ে গেলেই দেখবেন আপনার ফোন কথা বলতে শুরু করেছে ! যদি না বলে তাহলে ফোন রির্স্টাট দিন ! তাহলেই দেখবেন আপনার ফোন কথা বলবে ! কিন্তু সমস্যা হল সফটওয়্যারটি ট্রায়াল ভার্সনের ! ফুল ভার্শন করতে গেলে নিচের নিয়ম লক্ষ্য করুন :
মেনুতে গিয়ে দেখুন ওখানে Mobile speak নামের একটা ফোল্ডার তৈরী হয়েছে !
TTC Tunes এটি ওপেন করুন ! তাহলে চিত্রের মত আসবে !
TTC Tunes Configure সিলেক্ট করুন ! তাহলে চিত্রের মত আসবে !
TTC Tunes এবার অপশন থেকে Register now সিলেক্ট করে Mobile speak সিলেক্ট করুন !
TTC Tunes এবার Fonix uk TTS সিলেক্ট করে 000000000000 দিয়ে Register করুন !
TTC Tunes Register হয়ে গেলে আবার অপশন থেকে Register now এ সিলেক্ট করে Mobile speak এ সিলেক্ট করে Nokia TTS এ সিলেক্ট করে ওই একই সিরিয়াল নাম্বার দিয়ে Ok করুন ! আবার অপশন থেকে Mobile magnifier সিলেক্ট করে ওই একৈ সিরিয়াল নাম্বার দিন ! কাজ শেষ ! হয়ে গেল ফুল ভার্সন ! এই সফটওয়্যারটি অফ করতে চাইলে Stop Mobile speak এ
TTC Tunes আর পুনরায় অন করতে চাইলে Start Mobile speak এ সিলেক্ট করুন !
TTC Tunes কেউ যদি ফোনে মেনু ভিউ জুম করতে চান তাহলে Start mobile magnifier এ
TTC Tunes আর বন্ধ করতে চাইলে stop mobile magnifier এ সিলেক্ট করুন !











TTC Tunes

Comments

Popular posts from this blog

অল্প টাকায় করুন লাভ জনক ব্যবসা ৫ম পর্ব

আমদের দেশের সব চেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব,  আর এই বেকারত্ব এর দিক দিয়ে এগিয়ে আছে শিক্ষিত সমাজ। যারা অশিক্ষিত  তারা বিভিন্ন ছোট খাটো কাজ করে ঠিকি দিন পার করছে, তাই বলা যায় শিক্ষিত লোকি বেশি বেকার। তাই আমি কিছু অল্প টাকায় সম্মান জনক ব্যবসার আইডিয়া শেয়ার করলাম। অপ্ল টাকায় ইচ্ছে করলেই অনেক ব্যবসা করা যায়। তাহলে বসে না থেকে চলেন ব্যবসা করি। মোবাইলের চার্জার: আপনি অল্প টাকায় শুরু করতে পারেন মোবাইলের চার্জার এর ব্যবসা। আপনার এলাকায় যে মোবাইলের দোকান গুলো আছেএ, তাদের সাথে আলাপ করে তাদেরকে মোবাইল এর চার্জার সাপ্লাই দিতে পারেন। তার পর আস্তে আস্তে আপনার ইউনিয়নের মার্কেট দরতে পারেন। তার পর ফুল জেলা দরতে পারেন, আশা করি আপনার চাকুরির চেয়ে বেশি টাকা কামাতে পারবেন। মনে করেন- একটি মোবাইলের চার্জার কিনলেন ৫৫ টাকায়। আর বিক্রি করলেন ৬৫ টাকায়। তাহলে লাভ হচ্ছে ১০ টাকা। প্রতি দোকানিকে দিলেন ২০ পিস করে চার্জার, তাহলে ২০ দোকানিকে মাসে কমপক্ষে দিলেন ৪০০ চার্জার, তাহলে লাভ৪০০ গুন ১০ সমান ৪০০০ টাকা। ইয়ার ফোন : মোবাইলের ইয়ার ফোন কিনতে পারেন, ৫০-৫৫ টাকায়, তা বিক্রি করলেন ৬৫-৭০ টাকা...

তিউনিশিয়া

ঐতিহাসিক পটভূমিঃ তিউনিশিয়া পূর্বে পর্যায়ক্রমে ফিনিশীয়, কার্থেজীয়, রোমান, বাইজান্টাইন, আরব, স্পেন এবং তুর্কিরা শাসন করে। খ্রিষ্টপূর্ব ১২ শতকে ফিনিশীয়রা উত্তর আফ্রিক...

সাতভাইখুম

অমিয়াখুম থেকে মাত্র ১০ মিনিটের রাস্তা পার হলেই আপনার সাথে দেখা হয়ে যাবে আরেক সপ্তাশ্চার্য সাতভাইখুম । এই ফাকে আপনার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতাও হয়ে যা...