ঐতিহাসিক
পটভূমিঃ তিউনিশিয়া পূর্বে পর্যায়ক্রমে ফিনিশীয়,
কার্থেজীয়, রোমান,
বাইজান্টাইন, আরব, স্পেন
এবং তুর্কিরা শাসন করে।
খ্রিষ্টপূর্ব ১২
শতকে ফিনিশীয়রা উত্তর
আফ্রিকার সমুদ্র উপকূলে বেশ
কয়েকটি বাণিজ্যকেন্দ্র
গড়ে তুলেছিল। আজকের
তিউনিশিয়ার অধিকাংশ অংশ
খ্রিষ্টপূর্ব ৬ শতকে কার্থেজ
রাজ্যের অংশ ছিল। ১৪৬
খ্রিষ্টপূর্বাব্দ
থেকে তিউনিশিয়া রোমান
শাসনের অন্তর্ভুক্ত হয়। ৭
শতকে মুসলিম বিজয়ের পূর্ব পর্যন্ত
রোমান আধিপত্য বজায় থাকে।
এটি ১৫৭৪ সালে তুরস্কের
অনেটাম্যনে সাম্রাজের
অন্তর্ভুক্ত হয়। ১৮৮৩
সালে দেশটি ফ্রান্সের
নিয়ন্ত্রণাধীনে চলে যায়। ১৯৫৫
সালে স্বায়ত্তশাসন লাভ
করে এবং ১৯৫৬ সালে পূর্ণাঙ্গ
স্বাধীনতা অর্জনের পর
রাষ্ট্রপতি হাবিব
বারঘুইবা এখানে একটি কঠোর এক
দলীয় শাসন প্রতিষ্ঠা করেন।
তিনি ৩১ বছর ধরে দেশটি শাসন
করেছেন। এরপর ক্ষমতাসীন হন
প্রেসিডেন্ট বেন আলী। ২৩ বছর
স্বৈরশাসন পরিচালনার
কারণে জনরোশে ২০১১ সালের ১৪
জানুয়ারি সৌদি আরবে সপরিবারে পালিয়ে যান।
গণ বিপ্লবের পর অনুষ্ঠিত
নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত
ইসলামপন্থী দল
এন্নাহদা পার্টি ক্ষমতা লাভ
করে। পার্টি প্রধান নির্বাসিত
নেতা রশিদ ঘানুচি প্রেসিডেন্ট
নির্বাচিত হন।
অবস্থান ও আয়তনঃ ৩৪০০০র্ উত্তর
অক্ষাংশ ৯০০০র্ পূর্ব
দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
দেশটির উত্তরে ভূমধ্যসাগরীয়,
দক্ষিণে আলজেরিয়া ও লিবিয়া,
পূর্বে ভূমধ্যসাগর ও
পশ্চিমে আলজেরিয়া অবস্থিত।
দেশটির আয়তনঃ এটি ১.৬৩,৬১০
বর্গকিলোমিটার। আয়তনের দিক
থেকে এটি বিশ্বের ৯২তম বৃহত্তম
দেশ।
প্রশাসনিক
ব্যবস্থাঃ দেশটিতে ২৪টি গভর্নমেন্ট,
২৬৪টি জেলা রয়েছে।
উচ্চতম ও নিম্নতম স্থানঃ দেশটির
উচ্চতম স্থান হচ্ছে- শানাবি পর্বত,
যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০৬৬ ফুট
উঁচুতে অবস্থিত এবং নিম্নতম স্থান
হচ্ছে শ্যটলগরগাহ। যা সমুদ্রপৃষ্ঠ
থেকে ৭৫ ফুট উঁচুতে অবস্থিত।
জলবায়ুঃ তিউনিশিয়ার
উত্তরাঞ্চলে ভূমধ্যসাগরীয়
জলবায়ুর প্রভাব রয়েছে। অল্প
বৃষ্টিপাতযুক্ত শীতকাল এবং উত্তপ্ত
ও শুষ্ক গ্রীষ্মকাল- ও জলবায়ুর প্রধান
বৈশিষ্ট্য। উত্তরাংশে বার্ষিক
শীতকালীন গড় বৃষ্টিপাতের
পরিমাণ ৪০০
মিমি এবং দক্ষিণাংশের ১৫০
মিমি। তিউনিশিয়ার মধ্যভাগ ও
দক্ষিণাঞ্চলে খরা লেগেই
থাকে।
প্রধান নদীঃ মাজারদা।
প্রাকৃতিক সম্পদঃ খনিজ তেল,
ফসফেট, লোহা, সীসা, দস্তা, লবণ।
এক নজরেঃ
রাষ্ট্রীয় নামঃ তিউনিশিয়ান
রিপাবলিক।
রাজধানীঃ তিউনিস।
জাতীয়তাঃ তিউনিশয়ান।
আয়তনঃ ১,৬৩,৬১০ বর্গ কি.মি।
আন্তর্জাতিক সীমান্তঃ স্থল
সীমান্ত ১,৪২৪ কি.মি, সমুদ্র
উপকূলবর্তী ভূমি ১,১৪৮ কি.মি।
জনসংখ্যাঃ ১,০৪,৩২,৫০০ (২০০৯)
ধর্মঃ মুসলমান ৯৮%, ইহুদি ও অন্যান্য
১%।
মুদ্রাঃ তিউনিশয়ান ডলার (ঞঘউ)
স্বাধীনতা লাভঃ ২০ মার্চ ১৯৫৬
(ফ্রান্স হতে)
জাতিসংঘের সদস্যপদ লাভঃ ২২
নভেম্বর ১৯৫৬।
জাতীয় দিবসঃ ২০ মার্চ।
ভাষাঃ আরবি (রাষ্ট্রভাষা),
ফ্রেঞ্চ।
সরকার
পদ্ধতিঃ রাষ্ট্রপতি শাসিত।
সরকার প্রধানঃ রাষ্ট্রপতি।
Comments
Post a Comment