ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এ অথবা বি
মানব দেহে এই রোগ করে থাকে।
লক্ষনঃ কাপুনি দিয়ে জর, সমস্ত শরীর ও
হাতে পায়ে ব্যথা, তীব্র মাথা ব্যথা,
গলা ব্যথা এবং শুকনো কাশি এই
রোগের লক্ষন হিসাবে পরিচিত।
পরীক্ষাঃ তেমন কোনো পরীক্ষার
প্রয়োজন হয়না তবে সি,এফ,টি
পরীক্ষাটি করে অনেক সময় রোগ নির্ণয়
করা হয়।
চিকিৎসাঃ বিশ্রাম নেয়া সেই
সাথে জর উপশমের জন্য প্যারাসিটামল
জাতীয় ঔষুধ খেলে এই রোগ এমনিতেই
ভালো হয়ে যায়, তবে সাথে অন্য
ইনফেকশন থাকলে চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী এন্টিবায়োটিক সেবন করতে
হয়।
জটিলতাঃ এ রোগের জটিলতা
হিসাবে ব্যাকটেরিয়াল ইনফেকশন,
নিউমনিয়া সহ অন্যান্য রোগ দেখা
দিতে পারে।
Comments
Post a Comment