টাইফয়েড রোগের জীবাণু হলো
সালমোনেলা টাইফি (প্যারা
টাইফয়েডের-সালমনেলা প্যারা
টাইফি)।
লক্ষণঃ প্রথমে অল্প মাত্রার জর হলেও
এর তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পায়
এবং ৪ -৫ দিন পর তা অত্যন্ত উচ্চ
তাপমাত্রায় পৌছে। এর সাথে মাথা
ব্যথা, শরীর ও হাতে পায়ে ব্যথা সহ গা
ম্যাজ ম্যাজ করা ভাব ও থাকে।
পরীক্ষাঃ ব্লাড কালচার এর নির্দিষ্ট
পরীক্ষা, এ ছাড়া ভিডাল (widal) টেষ্ট
দ্বারাও এরোগ নির্ণয় করা যায় ।
চিকিৎসাঃ ব্লাড কালচার এর ফলাফল
অনুযায়ী অথবা চিকিৎসকের পরামর্শ
অনুযায়ী নির্দিষ্ট এন্টিবায়োটিক
সেবন করতে অথবা শিরায় গ্রহন করতে
হয়।
সাবধাণতাঃ চিকিৎসা না নিলে এ
রোগের জটিলতা হিসাবে মৃত্যু পর্যন্ত
হতে পারে।
Comments
Post a Comment