Skip to main content

আপনার S60V3 এর হোমস্ক্রিনকে অ্যানড্রায়োড এর হোমস্ক্রিনে কনর্ভাট করুন !



সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি আপনার S60V3 এর হোমস্ক্রিনকে মোটামুটিভাবে অ্যানড্রায়োড এর হোমস্ক্রিনের মত বানাতে পারবেন ! যেমন আমার হোমস্ক্রিনের চিত্র দেখুন :
TTC Tunes
TTC Tunes অনেকে হয়তো মনে করতে পারেন এটা হয়তো vHome নামের কোন সফটওয়্যার হবে ! না এটা vHome সফটওয়্যার নয় ! তাহলে এটা কিভাবে করবেন ? এর জন্য আপনার ফোন হ্যাক করা থাকতে হবে ! এবার এখান থেকে সফটওয়্যার গুলোর জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করুন ! তাহলে নিচের জিপ ফাইল গুলো পাবেন !
TTC Tunes এবার 01 নম্বরের জিপ ফাইল আনজিপ করে মেমোরী কার্ডে ইন্সস্টল দিন ! এবার 02 নম্বরের জিপ ফাইল আনজিপ করুন তাহলে themepackage.mif নামের একটি ফাইল পাবেন ! এটি Xplore দিয়ে কপি করে মেমোরী কার্ডে resource ফোল্ডার থেকে skins ফোল্ডার ওপেন করে 20052013 এই ফোল্ডারে পেস্ট করুন ! এবার 03 নাম্বারের জিপ ফাইলটি আনজিপ করুন তাহলে AIPluginDefinition.rsc এই নামের ফাইল পাবেন ! এটি Xplore দিয়ে কপি করে মেমোরী কার্ডে resource ফোল্ডারে পেস্ট করুন ! এবার 04 ও 05 নাম্বারের জিপ ফাইলটি আনজিপ করে মেমোরী কার্ডে ইন্সস্টল দিন ! এবার 06 নাম্বারের জিপ ফাইল আনজিপ করুন ! তাহলে দুইটি সফটওয়্যার পাবেন ! দুইটি সফটওয়্যারই মেমোরী কার্ডে ইন্সস্টল দিন ! এবার 07 নাম্বারের জিপ ফোল্ডার আনজিপ করুন ! তাহলে ওখানে চারটা Patch পাবেন ! এবার মেমোরী কার্ডে Patches নামের একটি ফোল্ডার তৈরী করে ওই Patch চারটা কপি করে Patches ফোল্ডারে রাখুন ! এবার ইন্সস্টল দেওয়া C2Z Maker সফটওয়্যার ওপেন করে C2Z Patch তৈরী করুন !
TTC Tunes এবার মেমোরী কার্ড থেকে c2z.rmp Patch কপি করে Patches নামের ফোল্ডারে রাখুন ! এবার Rom Patcher ওপেন করে সব Patch Add to auto তে সিলেক্ট করে Apply করুন ! এবার Theme অপশনে গিয়ে Android S60V3 Theme সিলেক্ট করুন !
TTC Tunes
এবার Phone Settings থেকে Standby mode active করুন !
এবার ইন্সস্টল দেওয়া Clock সফটওয়্যারটি ওপেন করে যে কোন এক মডেলের Clock পছন্দ করে অপশন থেকে Settings থেকে Set position সিলেক্ট করে হোমস্ক্রিনে adjust করুন !
TTC Tunes
TTC Tunes এবার ইন্সস্টল দেওয়া Oplogo সফটওয়্যারটি ওপেন করে Hilangkan logo সিলেক্ট করে সফটওয়্যারটি বন্ধ করুন !
TTC Tunes এবার আপনার ফোন রির্স্টাট দিন ! যদি আপনার ফোনে এই অপশন না থাকে তাহলে এই টিউন অথবা এই টিউন দেখুন !
উপরের সব কাজ ঠিকমত করলে আপনার ফোনের হোমস্ক্রিন নিচের চিত্রের মত দেখাবে !
TTC Tunes এই টিউনটি যেই যেই ফোনে কাজ করতে পারে তার একটা তালিকা দেওয়া হল :

Nokia 5700 XpressMusic Nokia 6110 Navigator Nokia 6120 classic & 6121 classic Nokia 6124 classic Nokia 6290 Nokia E51 Nokia E63 Nokia E66 Nokia E71 Nokia E90 Communicator Nokia N76 Nokia N81 & N81 8GB Nokia N82 Nokia N95 & N95-3 NAM Nokia N95 8GB LG Joy (KS10) LG-KT615 LG-KT610 Samsung G810 Samsung I450 Samsung I520 Samsung I550 Samsung I560

Comments

Popular posts from this blog

Michelangelo biography

Michelangelo Buonarroti was an Italian artist, poet, and sculptor who is widely considered to be one of the greatest artists of all time. Born on March 6, 1475, in Caprese, Italy, Michelangelo showed an early aptitude for art, and by the age of 13, he had become an apprentice to the painter Domenico Ghirlandaio. Over the course of his long and storied career, Michelangelo produced some of the most iconic and influential works of art in human history. Early Life and Education Michelangelo was born into a family of modest means in the small village of Caprese, Tuscany. His father, Ludovico Buonarroti, was a government official and member of the Florentine Buonarroti family. Michelangelo's mother, Francesca di Neri del Miniato di Siena, died when he was only six years old. After his mother's death, Michelangelo was sent to live with a stonecutter's family in Settignano, where he learned the art of sculpture. At the age of 13, he began an apprenticeship with the painter Domenic...

তিউনিশিয়া

ঐতিহাসিক পটভূমিঃ তিউনিশিয়া পূর্বে পর্যায়ক্রমে ফিনিশীয়, কার্থেজীয়, রোমান, বাইজান্টাইন, আরব, স্পেন এবং তুর্কিরা শাসন করে। খ্রিষ্টপূর্ব ১২ শতকে ফিনিশীয়রা উত্তর আফ্রিক...

CALL,SMS & MUSIC হবে আপনার ব্রাউজার দিয়েই !!!

নেটে থাকা অবস্হায় অনেক সময় প্রয়োজনীয় CALL দিতে হয় । তখন আমরা কি করি ? নেট থেকে বের হয়ে তারপর CALL দিই । কিন্তু আমি আজ আপনাদের শিখাব কিভাবে নেটে থেকেই প্রয়োজনীয় CALL দিবেন । এজন্য আপনাকে যা করতে হবে , তা হল আপনার ব্রাউজারের WWW. কেটে tel: লিখুন এবং তারপর আপনি কন্টাক্ট থেকে নাম্বার সিলেক্ট করে CALL দিতে পারবেন । এই টিপসটা শুধুমাত্র QQ,UC এর জন্য OPERA MINIজন্য নয় । এবং একি পদ্ধতিতে আপনি WWW. কেটে SMS N MUSIC শুনতে পারবেন । তবে SMS এর ক্ষেত্রে SMS: এবং মিউজিকএর ক্ষেত্রে rtsp:// (www. কেটে)লিখুন ব্যাস হয়ে গেল । তবে মিউজিকের জন্য যে টিপসটা সেটা OPERA MINI তে সাফোর্ট করবে ।