রুবেল টিটিসি
সবাই কেমন আছেন ? আজকে আমি যেই টিউন করবো এটির মাধ্যমে আপনি আপনার নোকিয়া সিম্বিয়ান ফোনে নতুন মাত্রা যোগ করতে পারবেন ! আপনার ফোনের হোম স্ক্রিনে Amination সেট করে পাল্টে দিন ফোনের ডিজাইন ! কি বুঝলেন না তো ? আমার নোকিয়া 6120c এর হোম স্ক্রিন দেখুন !
এর জন্য এখান থেকে সফওয়্যার টি
ডাউনলোড করে আনজিপ করুন ! তাহলে এখানে 5 টি gif ফরমাটের ইমেজ ফাইল ও
Aminsprite এই নামের দুইটা সফটওয়্যার পাবেন ! এই সফটওয়্যার দুইটার মধ্যে যে
কোন একটা ইন্সস্টল দিন ! একটা ইন্সস্টল না হলে আরেকটা ইন্সস্টল দিন ! এবার
সফটওয়্যারটা ওপেন করুন ! তাহলে চিত্রের মত আসবে !
এবার No তে সিলেক্ট করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
এবার রেড কী তে চাপ দিয়ে কেটে দিন ! তাহলে দেখবেন আপনার হোম স্ক্রিন নিচের চিত্রের মত হয়েছে !
এবার সফটওয়্যারটা আবার ওপেন করুন ! অপশনে যান ! এখন Set sprite picture সিলেক্ট করে
ড্রাইভ
সিলেক্ট করুন এবং আনজিপ করা 5 টা gif ফরমাটের ছবির ভিতর যেটি আপনার ভালো
লাগে সেটি সিলেক্ট করুন ! এগুলো ছারাও আপনি অন্য jpg ও gif ফরমাটের ছবি
ব্যবহার করতে পারবেন ! সিলেক্ট করা হয়ে গেলে যেখানে Enable yes করা আছে
সেটি No করে

সফটওয়্যারটা বন্ধ করুন ! আবার সফটওয়্যারটা ওপেন করে Enable yes সিলেক্ট
করুন ! তাহলে দেখবেন ওই ছবি আপনার হোম স্ক্রিনের ওপর চলে এসেছে ! আপনি যদি
ছবির পজিশন পরিবর্তন করতে চান তাহলে অপশন থেকে Set sprite position এ
সিলেক্ট করুন !

এবার left right up down key দিয়ে পজিশন পরিবর্তন করুন ! মনে রাখবেন
সফটওয়্যারটি বন্ধ করলেও কাজ করবে ! একবারে বন্ধ করতে চাইলে Enable অপশন No
করুন এবং ক্লোজ করুন !
সবাই কেমন আছেন ? আজকে আমি যেই টিউন করবো এটির মাধ্যমে আপনি আপনার নোকিয়া সিম্বিয়ান ফোনে নতুন মাত্রা যোগ করতে পারবেন ! আপনার ফোনের হোম স্ক্রিনে Amination সেট করে পাল্টে দিন ফোনের ডিজাইন ! কি বুঝলেন না তো ? আমার নোকিয়া 6120c এর হোম স্ক্রিন দেখুন !
Comments
Post a Comment