Skip to main content

Posts

Showing posts from July, 2022

টিকটক ব্যবহাকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ

 ক্ষতিকর দিক বিবেচনায় টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, বৈঠকে টিকটকের অপব্যবহার বা ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিয়ে টিকটক ব্যবহারকারীদের ওপর নজরদারি বৃদ্ধি করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে পত্র প্রেরণের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া বৈঠকে মাদক ও হুন্ডির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সব আইন প্রয়োগকারী সংস্থাকে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি। কমিটির সভাপতি মো. শামসুল হকের সভাপতিত্বে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. আফছারুল আমীন, সামছুল আলম, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী বৈঠকে অংশ নেন।

বাংলাদেশে কার্যক্রম শুরু করল ‘টিউরিং’ দেশে থেকেই চাকরি করা যাবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে

 বাংলাদেশি সফটওয়্যার প্রকৌশলীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্থায়ী অনলাইন কাজের সুযোগ করে দেবে ‘টিউরিং’। ফলে বাংলাদেশ থেকে দক্ষ সফটওয়্যার প্রকৌশলী বা ডেভেলপাররা ঘরে বসেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার  সুযোগ পাবেন। এত দিন বিভিন্ন দেশের সফটওয়্যার প্রকৌশলীরা এ সুযোগ পেলেও, বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খোলার সুযোগ না থাকায় চাকরির আবেদন করা যেত না। সমস্যা সমাধানে সম্প্রতি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম চালু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মটি।  টিউরিং মূলত যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রার্থী সফটওয়্যার প্রকৌশলীদের সংযোগ স্থাপনের কাজ করে থাকে। বর্তমানে দেড় শ দেশের ১৫ লাখের বেশি সফটওয়্যার প্রকৌশলী প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন। নিবন্ধন করলেই চাকরিপ্রার্থীদের যোগ্যতা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে যাচাই করে প্ল্যাটফর্মটি। এরপর যোগ্যতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের স্থায়ী অনলাইন কর্মী হিসেবে কাজের সুযোগ করে দেয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিউরিংয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাথন সিদ্ধার্